ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন বছর পর ক্যারিবীয় দলে বিশু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
তিন বছর পর ক্যারিবীয় দলে বিশু ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ১৩ এপ্রিল অ্যান্টিগুয়ায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আবারো ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরছেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। এর আগে ১১ টেস্ট খেলা বিশু সর্বশেষ ২০১২ সালের এপ্রিলে ক্যারিবীয় জাতীয় দলের হয়ে খেলেছিলেন।



এছাড়া এ ম্যাচে অভিষেক হতে পারে ২১ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান শাহী হোপের। পাশাপাশি দলে নেয়া হয়েছে চারটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা কার্লোস ব্রাথওয়াইটকে।

এ তিন ক্রিকেটারকে দলে নেয়ার ব্যাপারটি নিশ্চিত করেন ক্যারিবীয় প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড। তিন ম্যাচের এ টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড জাতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজে।

ওয়েস্ট ইন্ডিজ দল: দিনেশ রামদিন (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট, সুলেমান বেন, দেবেন্দ্র বিশু, জার্মেই ব্ল্যাকউড, কার্লোস ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শিবনারাইন চন্দ্ররপল, জেসন হোল্ডার, শাহী হোপ, কেমার রোচ, মার্লন স্যামুয়েলস, ডেভোন স্মিথ ও জেরম টেইলর।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।