ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইল ঝড়ে কলকাতার পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
গেইল ঝড়ে কলকাতার পরাজয় ক্রিস গেইল

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচে ঘরের মাঠে হারল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সের এ ম্যাচে কলকাতাকে ৩ উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের কাছেই হেরে বসে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কলকাতা ১৭৭ রান তোলে। ওপেনিংয়ে রবিন উথাপ্পা এবং গৌতম গম্ভীর ৮১ রানের জুটি গড়েন। উথাপ্পা ২৮ বলে ৩৫ রান করে বিদায় নিলেও কলকাতা দলপতি গম্ভীর ৪৬ বলে ৭টি চার আর একটি ছয়ে করেন ৫৮ রান।

মিডলঅর্ডারে নামা আন্দ্রে রাসেল ব্যাটে ঝড় তুলে মাত্র ১৭ বলে ৬টি চার আর দুটি ছয়ে করেন অপরাজিত ৪১ রান। সাকিব আল হাসান রান আউট হওয়ার আগে এক বল খেলে কোনো রান করার সুযোগ পান নি।

১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনিং করতে ক্রিস গেইলের সঙ্গে আসেন ব্যাঙ্গালোরোর অধিনায়ক বিরাট কোহলি। ১৫ বলে এক ছয়ে ১৩ রান করে বিদায় নেন কোহলি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে এবিডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। ১৩ বলে ৩টি চার আর দুটি ছক্কা হাঁকান ভিলিয়ার্স।

৭টি বিশাল ছক্কা আর ৭টি চারের সাহায্যে দলকে জয় পাইয়ে দিতে ব্যাটিং ক্রিজে সামনে থেকে নেতৃত্ব দেন গেইল। শতক থেকে মাত্র ৪ রান দূরে থাকতে রান আউট হওয়ার আগে গেইল খেলেন দৃষ্টিনন্দন ৯৬ রানের ইনিংস। গেইলের ঝড়ো এ ইনিংসটি সাজানো ছিল মাত্র ৫৬ বলে।

৭ উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। ম্যাচ সেরা নির্বাচিত হন গেইল।

কলকাতার হয়ে দুটি উইকেট পান ইউসুফ পাঠান। সাকিব ২ ওভার বল করে ১৭ রান খরচায় নেন একটি উইকেট। ড্যারেন স্যামিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। এছাড়া অজি পেসার শন অ্যাবটকে রান আউট করেন সাকিব।

তবে, আজও সাকিবের ভাগ্য সহায় হয়নি। প্রতিপক্ষের ব্যাটসম্যান তার বল তুলে মারতে গিয়ে মরনে মরকেলের হাতে ক্যাচ তুলে দেন। নিজেদের প্রথম ম্যাচের মতো আজও মরকেল ক্যাচ মিস করে সাকিবকে উইকেট বঞ্চিত করেন। আর আজকের প্রতিপক্ষ ব্যাটসম্যানটি ছিলেন গেইল।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।