ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে ফেভারিট মানছেন মাহমুদুল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
বাংলাদেশকে ফেভারিট মানছেন মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদ

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে  সোমবার (১৩ এপ্রিল) ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৭  এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

আসন্ন এই সিরিজে বাংলাদেশকে ফেভারিট মনে করছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের পারফরম্যান্স আমাদেরকে কনফিডেন্স দিয়েছে। বিশ্বকাপে যে ধারাবাহিক ক্রিকেট খেলেছি ওটাই আমাদের আত্মবিশ্বাস যোগাবে। পাকিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবেই নামবো, ইনশাল্লাহ। ’

রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর অভিজাত একটি হোটেলে একটি সিমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।   আগামী এক বছর প্রতিষ্ঠানটির হয়ে বিভিন্ন বিজ্ঞাপন, বিলবোর্ড ও ইভেন্টে দেখা যাবে মাহমুদুল্লাহকে।  

আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশের লক্ষ্য নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের টিমের লক্ষ্য সিরিজ জেতা। প্রথমে ওয়ানডে সিরিজ। আমাদের টার্গেট হচ্ছে ওয়ানডে সিরিজটাকে নিজেদের করে নেয়া। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি টিম হয়ে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি। ওটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে পাকিস্তান সিরিজে ভালো রেজাল্ট আসবে। এজন্য প্রথম ম্যাচে ভালো শুরু করাটা জরুরী। ’

পাকিস্তান দলের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং সাইডও খুব শক্তিশালী। পাকিস্তান দলে রয়েছেন তিনজন বাঁহাতি পেসার।   পাক পেসারদের মোকাবেলায় দলের বাড়তি কোনো প্রস্ততি আছে কী না-এমন প্রশ্নের উত্তরে মাহমুদুল্লাহ বলেন, ‘এটার জন্য নেটে বেশ কয়েকজন নেট বোলার আসবেন। তারা হয়তো অনূর্ধ্ব-১৯ দলে আছেন। তারা ভালো কোয়ালিটির বোলার এবং তাদের বলে যথেষ্ট গতিও আছে। ’

মাহমুদুল্লাহ আরো যোগ করেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে আমরা অনুশীলন ম্যাচ খেলেছি। তাদের সম্পর্কে কিছুটা হলেও আমাদের ধারণা আছে।   আমরা গ্রানাইটেও প্র্যাকটিস করছি। ওখানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে বল ব্যাটে আসে। ’

প্রথম দু’টি ওয়ানডের জন্য দলে এসেছেন নতুন মুখ রনি তালুকদার। এই ডানহাতি ওপেনার প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘গত এক বছর ধরে রনি প্রচুর রান করেছে। সে খুব ভালো ফর্মে আছে। আমার মনে হয় পাকিস্তানী পেস বোলারদের ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে। তার জন্য শুভকামনা রইলো। ’ 

বিশ্বকাপে পর পর দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান। তার উপর বেড়েছে বাংলাদেশ দলের প্রত্যাশাও। বিশ্বকাপে ভালো করার অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান মাহমুদুল্লাহ। ‘বিশ্বকাপের দু’টি সেঞ্চুরি সবসময়ই আমার কাছে স্পেশাল থাকবে। এটা এখন অতীত, সামনে পাকিস্তান সিরিজ-এটা নিয়ে মনযোগী হতে হবে। ’

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।