ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মঙ্গলবার অনুশীলনে নামছে পাকিস্তান দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
মঙ্গলবার অনুশীলনে নামছে পাকিস্তান দল ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে সোমবার ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুপুর ১২টা ১০ মিনিটে হাফিজ-আজমলদের নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের পিকে-২৬৬ নম্বর ফ্লাইটটি হযরত শাহজালাল ‍আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।



বিমানবন্দর থেকে টিম বাসে চড়ে  ক্রিকেটাররা সরাসরি চলে যান সোনারগাঁও হোটেলে। পুরো দিনটি সেখানে বিশ্রামে কাটিয়ে মঙ্গলবার সকালে অনুশীলনে নামবে আজহার আলীর পাকিস্তান দল।

মিরপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে অনুশীলন করার কথা অতিথি দলটির।

মূল সিরিজ শুরুর আগে বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আজহার-আজমল-রিয়াজরা।

১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

একই ভেন্যুতে ১৯ ও ২২ এপ্রিল সিরিজের বাকি দু’টি  ম্যাচ অনুষ্ঠিত ‍হবে। এই মাঠেই ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান।   প্রায় এক মাসের সফর শেষে ১১ মে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), ‍আসাদ শফিক, এহসান আদিল, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সাঈদ আজমল, সামি আসলাম, সরফরাজ আহমেদ (সহ-অধিনায়ক), ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও সাদ নাসিম।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।