ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফেসবুক পেজ বন্ধ রেখেছেন মাশরাফি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
ফেসবুক পেজ বন্ধ রেখেছেন মাশরাফি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ফ্যানপেজটি বন্ধ (ডিঅ্যাক্টিভেটেড) পাওয়া যাচ্ছে। রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নড়াইল এক্সপ্রেসের ফ্যানপেজ খুঁজেও পাওয়া যায়নি।



কী কারণে ফ্যানপেজটি বন্ধ রয়েছে তা জানতে বাংলানিউজের তরফ থেকে যোগাযোগ করা হলেও মাশরাফির মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নিশ্চিত কিছু বলা না গেলেও ধারণা করা হচ্ছে, টাইগার অলরাউন্ডার নাসির হোসেনের একটি ছবিতে কতিপয় ‘ফেসবুক দুর্বৃত্তের’ নিন্দনীয় ও কুরুচিপূর্ণ মন্তব্যের পর টাইগার অধিনায়কের ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে, বাংলানিউজের সৌদি আরব করেসপন্ডেন্ট মোহাম্মদ আল আমীন সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে জানিয়েছেন, সেখানে অ্যাক্টিভেটেড দেখাচ্ছে মাশরাফির ফেসবুক পেজ।

ধারণা করা হচ্ছে, বেলা ১১টার পর টাইগার অধিনায়ক তার ফ্যানপেজ ‘কান্ট্রি রেস্ট্রিকটেড’ করে রেখেছেন, এ কারণে তার পেজটি বাংলাদেশে দেখা যাচ্ছে না।

সফল ভারত সিরিজ শেষে স্নেহের ছোট বোনকে নিয়ে সম্প্রতি উড়োজাহাজে চড়ে বাড়ি ফেরেন নাসির। উড়োজাহাজে চড়ার পর আদুরে বোনের আবদার রাখতে গত ২৫ জুন তার ভেরিফাইড ফেসবুক পেজে (অফিসিয়াল পেজে) বোনের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেন এ অলরাউন্ডার। কিন্তু ওই পোস্টে নাসির ও তার বোনকে নিয়ে কিছু জঘন্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করে কতিপয় ‘ফেসবুক দুর্বৃত্ত’। এ কারণে পরে নাসির সে ছবিটি মুছে (ডিলিট) ফেলেন।

‌এরপর জাতীয় দলের এ অলরাউন্ডার তার পেজে একটি পোস্ট করে ভক্তদের প্রতি অভিমান ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি ওই পোস্টে লেখেন, ‘আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। ... আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম, এখন খুশিতো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না। ধন্যবাদ। ’

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বিভাজিত জাতিকে যারা একসুতোয় গেঁথে চলেছেন সেই ক্রিকেটারদের সঙ্গে এ ধরনের নোংরামি কেবল নিন্দনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও। কিন্তু ফেসবুক দুর্বৃত্তদের কোনো উচিত শিক্ষা না দেওয়ায় নাসির-মাশরাফিদের এ ধরনের বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫/আপডেট ১৮৪৩ ঘণ্টা
এমআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।