ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ টেস্টে সাঙ্গাকারার পরিবর্তে থারাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
শেষ টেস্টে সাঙ্গাকারার পরিবর্তে থারাঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টেস্টে কুমার সাঙ্গাকারার পরিবর্তে শ্রীলঙ্কান দলে নেয়া হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান উপল থারাঙ্গাকে। ইংলিশ কাউন্টি দল সারের হয়ে এ সময় খেলবেন লঙ্কান ব্যাটিং কিংবদন্তি সাঙ্গাকারা।

এছাড়া ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অবসরের ঘোষণা দেওয়ায় আগামী আগষ্টে সিরিজের তৃতীয় ম্যাচ খেলবেন না তিনি।

থারাঙ্গা সর্বশেষ গত বছর কলম্বোয় এই পাকিস্তানের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছিলেন। সে ম্যাচে তিনি ৯২ ও ৪৫ রান করেছিলেন। তবে ২০১৪ নিউজিল্যান্ড সফরে তিনি বাদ পড়েছিলেন।

সাঙ্গাকারা পরিবর্তে থারাঙ্গাকে দলে নেয়া হলেও ম্যাচে জেহান মুবারক অথবা কুশল পেরেরাকে দেখা যেতে পারে। তবে মুবারক প্রস্তুতি ম্যাচে ২৮ ও ১৬ রান কর‍ায় অনেকটা পিছিয়ে থাকছেন । অন্যদিকে গত মে মাসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে পেরেরা প্রথম শ্রেনীর ম্যাচে ৯০ ও ১০২ রান করেছিলেন। তিনি সেবার তিন ম্যাচ সিরিজেও সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। সুতরাং নির্বাচকদের আস্থা তার ওপর থাকতে পারে।

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ম্যাচ ফি’র ২০ শতাংশ ও অন্যরা ১০ শতাংশ করে জরিমানা গুনবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।