ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সিরিজে প্রোটিয়া দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ইংল্যান্ড সিরিজে প্রোটিয়া দল ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে উইকেটরক্ষকের ভূমিকায় রয়েছেন এবি ডি ভিলিয়ার্স।



ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্স করায় বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ড্যান ভিলাস। আর ওয়ানডে সিরিজে দু’টি শতক হাঁকালেও কুইন্টন ডি কক প্রথম দুই টেস্টের দলে জায়গা পাননি। তাই ইংল্যান্ড সিরিজ দিয়ে আবারো গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন ডি ভিলিয়ার্স। এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারের ১০২ ম্যাচের মধ্যে ২৩টিতে উইকেটরক্ষক থাকেন এবি।

অন্যদিকে, অ্যাঙ্কেল ইনজুরির কারণে দলে নেই অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার। ফিটনেস শঙ্কা উড়িয়ে স্কোয়াডে রয়েছেন ডেল স্টেইন। স্টেইন ছাড়াও প্রোটিয়াদের পেস আক্রমণে আছেন মরনে মরকেল, কাগিসো রাবাদা ও কাইল অ্যাবট। স্পিনারদের মধ্যে ভারত সিরিজে থাকা ইমরান তাহির ও সিমন হারমার বাদ পড়েছেন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন ডানহাতি অফস্পিনার ড্যান পিডট।

ডারবানে আগামী ২৬ ডিসেম্বর দ. আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। বাকি তিনটি ম্যাচ হবে যথাক্রমে কেপ টাউন (২-৬ জানুয়ারি), জোহানেসবার্গ (১৪-১৮ জানুয়ারি) ও সেঞ্চুরিয়ানে (২২-২৬ জানুয়ারি)। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল।

দ. আফ্রিকা স্কোয়াড (প্রথম দুই টেস্ট): হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), কাইল অ্যাবট, তেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, মরনে মরকেল, ড্যান পিডট, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ডেল স্টেইন ও স্টিয়ান ভ্যান জিল।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।