ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃহস্পতিবার শুরু প্লেটপর্বের কোয়ার্টার ফাইনাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বৃহস্পতিবার শুরু প্লেটপর্বের কোয়ার্টার ফাইনাল

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাসহ জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড,  ফিজি,  কানাডা ও আফগানিস্তান। কাপ পর্বের বাধা টপকাতে না পারা দলগুলো অবশ্য পাচ্ছে নিজেদের প্রমাণের  সুযোগ।



বাদ পড়া দলগুলোর মধ্যে কোন দল সেরা সেটিই মিলবে প্লেটপর্ব থেকে।   প্লেটপর্বের চ্যাম্পিয়ন হওয়া মানে যুবাদের এ বিশ্ব আসরে নবম স্থান অর্জন করা। প্লেট পর্বের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আগামীকাল (০৪ জানুয়ারি) থেকে। কক্সবাজারে  এ দিন অনুষ্ঠিত হবে প্লেটপর্বের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আয়ারল্যান্ড। সেখানকার একাডেমি মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

পরের দিন শুক্রবার (০৫ ফেব্রয়ারি) শেষ দুটি কোয়ার্টার ফাইনালে লড়বে জিম্বাবুয়ে-কানাডা ও আফগানিস্তান-ফিজি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।