ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হায়দ্রাবাদেই খুশি মুস্তাফিজ

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
হায়দ্রাবাদেই খুশি মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান

ঢাকা: ‘ইন্ডিয়ার এই ক্রিকেটটা কম-বেশি সবাই দেখে। তাই এখানে খেলতে পেরে আমি খুশি।

’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের দলভুক্ত হওয়ার পর এতটুকুন উচ্ছ্বাসই প্রকাশ করলেন টাইগারদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

শনিবার (৬ ফেব্রুয়ারি) আইপিএলের নিলামে ভিত্তি মূল্যের চেয়েও তিন গুণ বেশি দামে মুস্তাফিজকে কিনে নেয় হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট। এই সুখবরের পর বাংলানিউজের পক্ষ থেকে অনুভূতি জানতে চাওয়া হয় মুস্তাফিজের।

বাংলাদেশ জাতীয় দলের ওয়ান্ডার বয় বলেন, ইন্ডিয়ার এই ক্রিকেটটা কম-বেশি সবাই দেখে। তাই এখানে খেলতে পেরে আমি খুশি।

আলাদা কোনো দলের প্রতি দুর্বলতা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে টাইগার দলের এ তুরুপের তাস বলেন, সব দলই দল। আমার কাছে সবাই সমান।

আইপিএলের এবারের আসরের নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল  ৫০ লাখ রুপি। কিন্তু ঝুঁকি না নিয়ে এর চেয়েও প্রায় তিনগুণ বেশি দামে অর্থাৎ ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়ে নেয় হায়দ্রাবাদ।
 
সংযুক্ত আরব আমিরাতে চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার সুযোগ পান মুস্তাফিজ। কিন্তু ঘাড়ের ইনজুরির কারণে বিসিবি তাকে সেখানে খেলার অনুমতি দেয়নি।
 
ইনজুরির বিষয়ে মুস্তাফিজ জানান, অবস্থা আগের চেয়ে ভালো।
 
** প্রায় তিনগুন মূল্যে হায়দ্রাবাদে মুস্তাফিজ

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এইচএল/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।