ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রাইসচার্চ টেস্টে ছিটকে গেলেন সিডল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ক্রাইসচার্চ টেস্টে ছিটকে গেলেন সিডল ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইসচার্চে দ্বিতীয় টেস্টে থাকছেন না পিটার সিডল। কাঁধের ব্যাথার কারণে শেষ টেস্টে ছিটকে গেলেন এ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার।

ওয়েলিংটনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র আট ওভার বোলিং করার পর চোট পান তিনি।

সিডলের ইনজুরিতে পরের টেস্টে নেওয়া হতে পারে জেমস প্যাটিনসনকে। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতেই ছিলেন প্যাটিনসন। তবে ওয়েলিংটন টেস্টে তিনি পুরো পাঁচদিন খেলতে পারবেন কিনা এ নিয়ে ‍অনিশ্চয়তার মধ্যে থাকায় নির্বাচকরা তাকে দলে নেয়নি।

এদিকে বোলিংয়ে প্যাটিনস ছাড়া আর একজন রয়েছেন চাঁদ শ্রেয়াস। তার বোলিং কিছুটা জ্যাকসন বার্ডে সঙ্গে মিলে। বার্ড ওয়েলিংটন টেস্টে খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।