ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এসবের শেষ কবে: মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসবের শেষ কবে: মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

‘আমরা কি জীবনেও বদলাব না? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না...’- বাংলাদেশের অন্যতম ক্রিকেটার মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে এভাবেই শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে চেতনানাশক দ্রব্য প্রয়োগের পর বুক চেপে ও শ্বাসরোধে হত্যা করা হয়।

১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় হত্যার পর হত্যাকারীরা মরদেহ চারটি গ্রামের পাশের একটি খালের কাছে বালু চাপা দেয়।

এর আগেও বেশ কয়েকবার শিশু নির্যাতন বন্ধে সোচ্চার হতে দেখা গিয়েছিল মুশফিককে। সামাজিক অন্যায়, অনাচার নিয়ে বারবারই সোচ্চার মুশফিক এবারো নিন্দা জানাতে ভুল করেননি।

১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিশুদের অপহরণ করা হয়। পাঁচদিন পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালু মিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।