ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

ক্রিকেট

বিসিবি থেকে মল্লিক-দুর্জয়ের অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বিসিবি থেকে মল্লিক-দুর্জয়ের অব্যাহতি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির প্রধান থেকে অব্যাহতি দেয়া হয়েছে ইসমাইল হায়দার মল্লিককে। আর অপারেশন্স কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে নাইমুর রহমান দুর্জয়কে।



সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহি কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দুর্জয়কে অব্যাহতি দিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে আকরাম খানকে। উল্লেখ্য, আকরাম খান বিসিবি’র টুর্নামেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ প্রসঙ্গে বাংলানিউজের পক্ষ থেকে দুর্জয়ের সঙ্গে কথা বলা হয়। তিনি জানান, আমি জানতাম না বোর্ড সভায় কমিটিতে পরিবর্তন আসবে। গত এক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক সাফল্য। দলের সঙ্গে গত এক বছরে আমি অনেক ভালো কাজ করেছি। তারপরও আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন হয়তো আমার থেকে ভালো কাউকে দায়িত্ব দিতে চেয়েছেন। আমি আশা করি আকরাম ভাই আরও ভালো কিছু করবেন দলের জন্য।

এদিকে, আজম নাসিরকে বিসিবি’র ডিসিপ্লিনারি কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।