ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ যে কারণে গুরুত্বপূর্ণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ যে কারণে গুরুত্বপূর্ণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

মিরপুর থেকে: শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে এশিয়া কাপের সপ্তম ম্যাচ, মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। দুই দলের এটি আসরের তৃতীয় ম্যাচ।

দুই জয়ে ভারত রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বরে, আর এক জয়ে লঙ্কানদের অবস্থান তিনে।
 
পয়েন্ট টেবিলের হিসেব নিকেশে মঙ্গলবারের (১ মার্চ) এই ম্যাচ টুর্নামেন্টের জন্য মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে পরিণত হয়েছে। কেননা এই ম্যাচের ফলাফলের আগ পর্যন্ত ৬ তারিখের ফাইনালে উঠার সুযোগ থাকছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান-এই চারটি দলেরই।

টানা তিনটি ম্যাচ হারায় ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে পড়েছে আরব আমিরাত। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে তৈরি হয়েছে দুই জয় অথবা তিন জয়ের কঠিন এক সমীকরণ। যেখানে একই সঙ্গে রান রেটের হিসেবও মেলাতে হবে দলগুলোকে।
 
মঙ্গলবারের ম্যাচের ফলাফল যেমন হলে সমীকরণ যা দাঁড়াবে-
 
শ্রীলঙ্কা জিতলে সমীকরণ: ভারতকে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে তিন ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট হবে চার। এর পর ৪ মার্চ শেষ ম্যাচেও যদি পাকিস্তানের বিপক্ষে তারা জয় পায় তবে তিন জয়ে তাদের পয়েন্ট হবে ছয়। আবার ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে, এবং ৩ মার্চ আরব আমিরাতের বিপক্ষে ভারত জয় পেলে এ দুই দলেরও পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে তিন জয়ের সমীকরণের সামনে পড়বে দলগুলো। তখন রান রেটে এগিয়ে থাকা দু’টি দলই মুখোমুখি হবে ৬ মার্চের ফাইনালে।

আবার আজ জয় পেলেও ৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে লঙ্কানরা হেরে গেলে তাদের পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশেরই। হেরে গেলে পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ-এ তিন দলেরই হবে সমান চার পয়েন্ট। তখন দুই জয়ের সমীকরন ও রান রেটের বিচারে একটি দল পাবে ফাইনালের টিকিট (আমিরাতের বিপক্ষে ভারতের জয় ধরে)।
 
ভারত জিতলে সমীকরণ: লঙ্কানরা ভারতের বিপক্ষে হেরে গেলে ফাইনালের পথ কঠিন হয়ে যাবে তাদের। সেক্ষেত্রে তাদের জন্য  ৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে হবে ‘মাস্ট উইন’ ম্যাচ। তবে এরপরও প্রার্থনায় থাকতে হবে তাদের,  যেন বাংলাদেশ  পাকিস্তানের বিপক্ষে হেরে যায়। তখন  বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমান চার পয়েন্ট থাকায় রান রেটের বিচারে নিশ্চিত হবে ফাইনালিস্ট।

তবে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানরা হেরে গেলে তাদের ফাইনালে যাওয়ার কোনো পথই খোলা থাকবে না। সেক্ষেত্রে ২ মার্চ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দলই উঠবে ফাইনালে (আমিরাতের বিপক্ষে ভারতের জয় ধরলে)।
 
তবে বাংলাদেশ চাইবে আজকের ম্যাচে ভারতকেই  জয়ী দেখতে। কেননা সেক্ষেত্রে ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে হেরে গেলেও রান রেটে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে স্বাগতিক দলটির। তখন আবার টাইগারপ্রেমিদের প্রার্থনায় থাকতে হবে ৪ মার্চ লঙ্কানদের যেন পাকিস্তান হারিয়ে দিতে না পারে। তবে আজ লঙ্কানরা হারলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে নিশ্চিত হয়ে যাবে ফাইনাল।  
 
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ফাইনালের পথে সবচেয়ে এগিয়ে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে তারা জয় পাওয়ায় ১ মার্চের ম্যাচ ছাড়াও আগামী ৩ মার্চ রয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ। রান রেটে টিম ইন্ডিয়ার অবস্থানও শীর্ষে। তাই আজ হারলেও আরব আমিরাতের বিপক্ষে জয় পেলে ভারতের নিশ্চিত হয়ে যেতে পারে ফাইনাল।
 
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।