ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াকারের চোখে পাকিস্তানের পারফরমেন্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ওয়াকারের চোখে পাকিস্তানের পারফরমেন্স

মিরপুর থেকে: এশিয়া কাপের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে  জয় পেয়েছে পাকিস্তান। শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৫১ রানের টার্গেট পাকিস্তান টপকে যায় ৬ উইকেট ও ৪ বল হাতে রেখে।

ফলে এশিয়া কাপের ফাইনাল খেলা না হোক, অন্তত শেষ ম্যাচে জয় নিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবে শহীদ আফ্রিদির দলটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস নিজ দলের পারফরমেন্স সম্পর্কে জানাতে গিয়ে যা বললেন, তাতে বেরিয়ে এলো ব্যর্থতার গল্পই। ওয়াকার জানান, ‘আমাদের টপঅর্ডার জঘন্য পারফরমেন্স করেছে। তবে মিডল অর্ডার, লোয়ার মিডলঅর্ডার ভালোই করেছে। শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজদের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। ফিল্ডিংটাও আমাদের ভালো মানের হয়নি। ’

দলের প্রথমসারির তিন ব্যাটসম্যানের উপর অসন্তুষ্ট থাকলেও বোলারদের পারফরমেন্সে খুশি ওয়াকার, ‘সবগুলো ম্যাচেই আমির দুর্দান্ত বল করেছে। ইরফানও ভালো করেছে। বোলারদের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। ’

গত বছরের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে দেশে ফিরেছিল পাকিস্তান দল। এবার এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারার হতাশা নিয়ে ঢাকা ছাড়তে হচ্ছে ওয়াকারের দলকে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।