ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রধান কোচের দায়িত্ব পেলেন বাউচার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
প্রধান কোচের দায়িত্ব পেলেন বাউচার ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চলমান টেস্ট সিরিজে সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার কাজ করছেন প্রোটিয়াদের হয়ে। ২০১২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়া এ তারকা এবার দলের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে কাজ করছেন।

এবার বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ৩৯ বছর বয়সী বাউচারকে। দ. আফ্রিকার ঘরোয়া ক্লাব টাইটানসের কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এতোদিন এই দলটির কোচ হিসেবে ছিলেন রব ওয়ালটার। গত জুলাইয়ে তিনি নিউজিল্যান্ডের একটি ঘরোয়া ক্লাবের হয়ে চুক্তি করেন। তার স্থলাভিষিক্ত হলেন বাউচার।

প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত সময় কেটেছিল বাউচারের। ১৯৯৭ সালে অভিষেকের পর ১৪৭টি টেস্ট ও ২৯৫টি ওয়ানডে খেলে উইকেটের পেছনে রেকর্ড ৯৯৮টি ‘ডিসমিসাল’ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।