ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজের আইরিশ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
বাংলাদেশ সিরিজের আইরিশ স্কোয়াড ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ নারী দলের বিপক্ষে আসন্ন হোম সিরিজের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড নারী টিম। আইরিশদের মাটিতে দু’টি টি-২০ ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজে নামবেন জাহানারা-সালমারা।

আগামী ২ সেপ্টেম্বর নর্দার্ন আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা টাইগ্রেসদের। ৫ ও ৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দু’টি মাঠে গড়াবে। একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ও ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ দিয়ে আয়ারল্যান্ড ট্যুর শেষ হবে। সবগুলো ম্যাচই হবে ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে।

আয়ারল্যান্ড সফরকে সামনে বিসিবির অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরানের অধীনে মিরপুরে নিয়মিত অনুশীলন করছে নারী ক্রিকেট দল। ২২ জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হলেও ১৮ জনে নেমে এসেছে সদস্য সংখ্যা। এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি। নারী দলের প্রধান নির্বাচক হিসেবে প্রথমবারের মতো কাজ করছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান।

বাংলাদেশ নারী দলের প্রাথমিক স্কোয়াড: সানজিদা ইসলাম ময়না, আয়েশা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস ও সুলতানা খাতুন।

আয়ারল্যান্ড নারী টিমের টি-২০ স্কোয়াড: লরা ডিলানি (অধিনায়ক), কিম গার্থ, জেনিফার গ্রে, সিসিলিয়া জয়েস, ইসোবেল জয়েস, শনা কাভানাগ, এমি কেনিলি, গ্যাবি লুইস, রবিন লুইস, কাইয়ারা মেটকালফে, লুসি ও’রেইলি, ক্লেয়ার শিলিংটন, ম্যারি ওয়ালড্রন।

ওডিআই স্কোয়াড: লরা ডিলানি (অধিনায়ক), কিম গার্থ, সিসিলিয়া জয়েস, ইসোবেল জয়েস, মেগ কেন্ডাল, শনা কাভানাগ, এমি কেনিলি, গ্যাবি লুইস, রবিন লুইস, কাইয়ারা মেটকালফে, লুসি ও’রেইলি, ক্লেয়ার শিলিংটন, ম্যারি ওয়ালড্রন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।