ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেয়াদ বাড়লো অজি কোচ লেহম্যানের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
মেয়াদ বাড়লো অজি কোচ লেহম্যানের ড্যারেন লেহম্যান-ছবি:সংগৃহীত

ঢাকা: চলমান শ্রীলঙ্কা সফরে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। যেটি অজিদের লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিজির হারের লজ্জাও দেয়।

তবে এমন বাজে পারফর্মের পরও প্রধান কোচ ড্যারেন লেহম্যানের ওপর আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০১৯ সাল পর্যন্ত সাবেক এ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করছে দেশটির ক্রিকেট বোর্ড।

আগামী বছর জুনে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতো লেহম্যানের। কিন্তু তার আগেই চুক্তি নবায়ন করা হয়েছে। ফলে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত স্মিথ-ওয়ার্নারদের কোচ থাকবেন ৪৬ বছর বয়সী লেহম্যান।

এর আগে ২০১৩ সালে অজিদের কোচ হিসেবে দায়িত্ব নেন লেহম্যান। এমন গুরুদায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে টেস্ট এবং ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে আনেন সাবেক এ অলরাউন্ডার। দেশের মাটিতে ৫-০ ব্যবধানে অ্যাশেজ জেতান দলকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের টেস্ট সিরিজে হারানো ছাড়াও লেহম্যানের অধীনে অস্ট্রেলিয়া জেতে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।