ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে ওঠার সুযোগ মাশরাফির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
শীর্ষে ওঠার সুযোগ মাশরাফির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বল হাতে ২২ গজে সমান দাপট দেখাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। সবশেষ পাঁচ ম্যাচে মাশরাফি নিয়েছেন ১০ উইকেট, সাকিবের দখলে ৯টি।

এ দুই অভিজ্ঞ বোলার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দলকে উপহার দিচ্ছেন দারুণ সব জয়।  

আর তাইতো নিজেদের মধ্যে প্রতিযোগিতটাও বাড়ছে। ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারির ‍তালিকায় শীর্ষে অবস্থান করছেন সাকিব। ১৬২ ম্যাচে এ বাঁহাতি স্পিনারের উইকেট ২১৫টি। তার পরই  অবস্থান মাশরাফির। এ ডানহাতি পেসারের সংগ্রহ ১৬৫ ম্যাচে ২১৪।
 
বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচেই  মাশরাফির সামনে আসতে পারে সাকিবকে টপকে যাওয়ার সুযোগ। কেননা বল হাতে দারুণ ছন্দে রয়েছেন মাশরাফি।

মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে (৯ অক্টোবর) ২৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মাশরাফি। তার আগে ব্যাট হাতেও ঝড় তোলেন। দুই চার ও তিন ছক্কায় ২৯ বলে ৪৪ রান করে দলকে ২৩৮ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। ৩৪ রানের জয় পায় টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।