বিগত কয়েক বছর ধরে বেশ ধারাবাহিক তামিমের ব্যাট। সবশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রানস্কোরার ছিলেন।
গত তিন বছরে তামিমের ব্যাটিং গড় ৫২.১১। ৩৮ ম্যাচে করেছেন ১৭৭২। নিঃসন্দেহে ক্যারিয়ারের এই সময়টা বেশ উপভোগ করছেন তিনি। এক সাক্ষাৎকারে ১৭৩টি ওয়ানডেতে ৫৭৪৩ রানের মালিক বলেন, ‘হয়তো, কিন্তু আমি মনে করি এখনো অনেক কিছু করার বাকি। কোনো সন্দেহ নেই যে আমি গত দুই-তিন বছর ধরে ভালো খেলছি এবং অনেক রান করছি। কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে আমার আরও অনেক দেওয়ার আছে। ’
দুর্দান্ত ফর্মটা টেনে নিতে চান দশ বছরের অধিক সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তামিম। চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত, ‘দীর্ঘ সময় পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছি এবং এটি কাজে লাগাতে চাই। এখানে শেখার ও অর্জনের কোনো শেষ নেই। আমি এই তত্ত্বের একজন বড় বিশ্বাসী। ’
আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা ও দলীয় পারফরম্যান্সের দিকটাও তুলে ধরেন তামিম, ‘আমি মনে করি যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তা হলো আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা। অন্য দিকটি হচ্ছে বাংলাদেশ টিমের সাম্প্রতিক সাফল্য। দল হিসেবে আত্মবিশ্বাসী থাকতে পারলে তা নিজের খেলায় ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্য কেউ ভালো খেললে আত্মবিশ্বাসটাও বেড়ে যায়। ’
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ৪ আগস্ট, ২০১৭
এমআরএম