আসরের প্রথম ম্যাচ দিয়ে মিরাজের অভিষেকের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। যার ফলে ১৯ বছর বয়সী এ অলরাউন্ডারকে তার সিপিএল যাত্রা শুরুর জন্য আরো কয়েকটা দিন অপেক্ষায় থাকতে হচ্ছে।
এদিকে মিরাজের দল অবশ্য প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে শুভসূচনা করেছে। প্রথমে ব্যাট করা সেন্ট লুসিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় পায় ত্রিনবাগো। সেন্ট লুসিয়া নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের হয়ে কেউই ৩০ রানের কোটা পেরোতে পারেননি। পাকিস্তানি লেগস্পিনার শাহদাব খান ১৫ রানের বিনিময়ে দুটি উইকেট নেন।
জবাবে ১০.৪ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানার দল ত্রিনবাগো। নিউজিল্যান্ডের কলিন মুনরো ৬৬ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে সাবেক কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম ৫৮ রানে অপরাজিত থাকেন।
তবে ম্যাচ সেরার পুরস্কার পান শাহদাব খান।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১৭
এমএমএস