ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
শীর্ষস্থান হারালেন সাকিব সাকিব ও জাদেজা/ছবি: সংগৃহীত

ক্রিকেটের তিন ফরমেটেই সেরা অলরাউন্ডারের তকমাটা আর সাকিব আল হাসানের দখলে নেই! টেস্টে তাকে টপকে প্রথমবারের নাম্বার ওয়ান পজিশনে নাম লিখিয়েছেন ভারতের রবিন্দ্র জাদেজা। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ ও শেষ টেস্ট এবং ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শেষে প্রকাশিত র‌্যাংকিংয়ে বেশ কিছু পরিবর্তন লক্ষ্যণীয়।

ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার তিন বিভাগেই ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সিরিজ শেষ করেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ওল্ড ট্রাফোর্ডে দলের ১৭৭ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

চমৎকার পারফরম্যান্সে হন ম্যাচসেরা। প্রোটিয়া পেসার মরনে মরকেলের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন।

অফস্পিন বোলিংয়ে চার ম্যাচে সর্বোচ্চ ২৫টি উইকেট শিকার করেন মঈন। ব্যাট থেকে আসে ২৫২। র‌্যাংকিংয়ে উন্নতির শেষ ম্যাচে করেন ১৪ ও ৭৫। উইকেট নেন সাতটি। ব্যাটিংয়ে আগের ক্যারিয়ার সেরা ২১তম স্থান থেকে তিন ধাপ এগিয়েছেন। বোলিংয়ে ১৮তম অবস্থান ধরে রেখেছেন। একইভাবে অলরাউন্ডার তালিকার চার নম্বরে থাকলেও প্রথমবারের মতো চারশ’ পয়েন্ট (৪০৯) অতিক্রম করেছেন।

.টেস্টের নাম্বার ওয়ান বোলার জাদেজার কাছে জায়গা হারালেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার সাকিব। ওয়ানডেতে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। দু’জনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৩৫৩ ও ৩৩৯। টি-টোয়েন্টিতে গ্লেন ম্যাক্সওয়েলের (৩৪৪) চেয়ে ১০ রেটিং পয়েন্ট এগিয়ে বাংলাদেশের ক্রিকেট বিজ্ঞাপন।

সাকিবের চেয়ে সাত রেটিং পয়েন্ট এগিয়ে ক্যারিয়ার সেরা পয়েন্ট ‍ছুঁয়েছেন জাদেজা (৪৩৮)। ব্যাট হাতে অপরাজিত ৭০ ও দুই ইনিংসে সাতটি (২ ও ৫) উইকেট দখল করে ম্যাচ সেরা হন তিনি। অলরাউন্ডার হিসেবে নিজেকে নতুন উচ্চতায় তোলার পাশাপাশি ব্যাটসম্যানদের মধ্যে ৯ ধাপ এগিয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন। কলম্বোতে লঙ্কানদের ইনিংস ও ৫৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় সফরকারী টিম ইন্ডিয়া।

শীর্ষ পাঁচ অলরাউন্ডার (ব্র্যাকেটে অবস্থান পরিবর্তন): রবিন্দ্র জাদেজা (+১), সাকিব অাল হাসান (-১), রবিচন্দ্রন অশ্বিন (-১), মঈন আলী, বেন স্টোকস।

শীর্ষ দশ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, জো রুট, চেতশ্বর পুজারা (+১), কেন উইলিয়ামসন (-১), বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে (+৫), জনি বেয়ারস্টো (+২), আজহার আলী (-২), হাশিম আমলা (+১) ও ডেভিড ওয়ার্নার (-৩)।

দুই সিরিজে নির্বাচিত অন্যান্যদের মধ্যে আছেন: লোকেশ রাহুল (১১তম, +২), কুশল মেন্ডিস (১৯, +১০), মঈন আলী (২১, +৩), দিমুথ করুণারত্নে (২৪, +১৩), ঋদ্ধিমান সাহা (৪৪, +৪), রবিন্দ্র জাদেজা (৫১, +৯), নিরোশান ডিকভেলা (৬৮, +২১)।

শীর্ষ দশ বোলার: রবিন্দ্র জাদেজা, জেমস অ্যান্ডারসন (+১), রবিচন্দ্রন অশ্বিন (-১), জস হ্যাজেলউড, রঙ্গনা হেরাথ (-১), কাগিসো রাবাদা, স্টুয়ার্ট ব্রড (+১), ডেল স্টেইন (-১), ভারনন ফিল্যান্ডার ও নেইল ওয়াগনার।

নির্বাচিত অন্যরা হলেন: মঈন আলী (১৮তম), মোহাম্মদ শামি (২০, +৩), উমেশ যাদব (২২, +৩), টবি রোল্যান্ড-জোনস (৪৪, +১০), ডুয়ান অলিভিয়ের (৫১, +২৭)।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ৮ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।