ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইয়াসিরের স্পিন ঘূর্ণি, পাকিস্তানের টার্গেট ১৩৬

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
ইয়াসিরের স্পিন ঘূর্ণি, পাকিস্তানের টার্গেট ১৩৬ ছবি: সংগৃহীত

আবুধাবি টেস্টের শেষ দিনে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দুই ম্যাচ সিরিজে লিড নিতে চোখ রাখছে পাকিস্তান। ইয়াসির শাহর স্পিন ঘূর্ণিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। জয়ের জন্য আজহার-বাবর আজমদের সামনে টার্গেট মাত্র ১৩৬।

একাই পাঁচ উইকেট শিকার করেন লেগস্পিনার ইয়াসির। দুই ইনিংস মিলিয়ে ৮টি।

সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থেকে যান নিরোশান ডিকওয়েলা। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৮৩।

১৫৫ রানের অপরাজিত ব্যাটিং নৈপুণ্যের পুনরাবৃত্তি টানতে পারেননি দিনেশ চান্দিমাল। মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ওপেনার দিমুথ করুনারত্নেও ব্যর্থ হন (৯৩ ও ১০)।

প্রথম ইনিংসে লঙ্কানদের ৪১৯ রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে ৪২২ করেছিল পাকিস্তান। দুই ওপেনার শান মাসুদ ৫৯, সামি অাসলাম ৫১, আজহার আলী ৮৫, হারিস সোহেল ৭৬ রান করেন। পাঁচ উইকেট লাভ করেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।