ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-১০ লিগে আফ্রিদি-শেবাগদের সঙ্গে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
টি-১০ লিগে আফ্রিদি-শেবাগদের সঙ্গে সাকিব ছবি: সংগৃহীত

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির পর আসছে টি-১০! নতুন ক্রিকেট ফরমেট প্রবর্তন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, বীরেন্দর শেবাগ, কুমার সাঙ্গাকারা ও ইয়ন মরগানের মতো তারকারা এ টুর্নামেন্টে অংশ নেবেন।

শারজায় ডিসেম্বরে বহুল প্রতিক্ষীত টি-টেন লিগের পর্দা উঠবে। ২১-২৪ ডিসেম্বর চারদিন ব্যাপী এ জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ মাসের শেষদিকে ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হবে চারটি টিম।

বর্তমানে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিত সংস্করণ টি-২০। এটির আকর্ষণ ও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। এবার তাতে বাড়তি মাত্রা যুক্ত করছে ১০ ওভারের ম্যাচ।

ফুটবলের মতো ৯০ মিনিটেই শেষ হবে খেলা। তাই ক্রিকেটার ও দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চ কাজ করবে। এরপর শিগগিরই হয়তো আন্তর্জাতিক টি-টেন ম্যাচও দেখা যাবে। ২০০৩ সালে ইংল্যান্ডে প্রথম টি-২০ ক্রিকেট শুরু হয়েছিল। দু’বছর পরই অকল্যান্ডে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফরমেটের জনপ্রিয়তা ব্যাপক। ঘরোয়া পর্যায়ে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ। ভারতে আইপিএল, বাংলাদেশে বিপিএল, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ তার মধ্যে অন্যতম।

নতুন সংক্ষিপ্ত ফরমেট নিয়ে বেশ আশাবাদী লিগ প্রেসিডেন্ট সালমান ইকবাল, ‘রাস্তায় সবাই টি-১০ ক্রিকেট খেলছে এবং এটা ক্রিকেটে আরও উত্তেজনা এনে দিচ্ছে। এটা হবে একটি বড় ধাপ এবং মানুষ অবশ্যই তা উপভোগ করবে। ’

মাঠে নামার জন্য তর সইছে না আফ্রিদির। পাকিস্তান আইকন বলেন, ‘যখন আমি আইডিয়াটা শুনেছি খুবই রোমাঞ্চিত ছিলাম এবং অনুরোধ করেছিলাম যে আমি খেলতে চাই। ’

টি-টেন ক্রিকেট প্রভাব ফেলবে বলে মনে করেন ইংল্যান্ডের বর্তমান ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মরগান, ‘যদি এই নতুন আইডিয়াটা মাঠে গড়ায় আমি নিশ্চিত এটি ক্রিকেটের অন্যান্য ফরমেটে প্রভাব ফেলবে। ’

বয়সে সিনিয়র ক্রিকেটারদের জন্য নতুন ফরমেটটি সহজ হবে বলে অভিমত সাবেক পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হকের, ‘এটা একটা এক্সাইটিং আইডিয়া এবং আমার মতো খেলোয়াড়দের জন্য ভালো। মাত্র ১০ ওভারের ম্যাচ হওয়ায় আমি সামর্থ্য রাখি। ’ প্রসঙ্গত গত মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ৪৩ বছর বয়সী মিসবাহ।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ৪ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।