বুধবার (০৭ মার্চ) শ্রীলঙ্কায় সংবাদ মাধ্যমকে পাপন এই তথ্য জানিয়েছেন।
উল্ল্যেখ, গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার সিরিজের পর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর বাংলাদেশের কোচের পদটি শূন্য হয়ে যায়।
পরবর্তীতে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সহকারী কোচ রিচার্ড হ্যালসল হেড কোচের দায়িত্ব পালন করেন। আর খালেদ মাহমুদ সুজন ট্যাকনিক্যাল ডিরেক্টরের হিসেবে কাজ করেন।
কিন্তু শ্রীলঙ্কায় শুরু হওয়া নিদাহাস ট্রফিতে অন্তবর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হয় বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। তিনি এখন টাইগারদের অনুশীলন করিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস