ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দোষটা মূলত আমার, বললেন হতাশ মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
দোষটা মূলত আমার, বললেন হতাশ মাহমুদউল্লাহ ম্যাচ শেষে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহকে শান্তনা দিচ্ছেন রংপুর রাইডার্সের দলপতি মাশরাফি-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

৮ ম্যাচে জয় মাত্র একটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সাত দলের মধ্যে সবার তলানিতে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। অথচ এখন পর্যন্ত খেলা তিন আসরের দুটিতেই খুলনা পৌঁছেছে শেষ চারে। কিন্তু চলতি আসরে এই দলের পরের রাউন্ডে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। দলের এমন খারাপ অবস্থায় বেশ হতাশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন হতাশায় নুয়ে পড়া মাহমুদউল্লাহ। বললেন, ‘এর চেয়ে হয়তো খারাপ (কাগজে-কলমে) দল নিয়েও আমরা ভালো খেলেছি।

এবার আগের চেয়ে ভালো দল নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ফল পাইনি। আপনারা হয়তো কাগজে-কলমে খুলনাকে এগিয়ে না রাখলেও আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দলটির সেরা চারে খেলার সম্ভাবনা ছিল। আমি হয়তো ভালো লিড করতে পারিনি, ফ্র্যাঞ্চাইজি যতখানি আশা করেছে আমার কাছ থেকে আমি দিতে পারিনি। দোষটা মূলত আমার। ’

‘আমি যত বছর ধরে বিপিএল খেলছি, এত বড় তারকার দল নিয়ে খেলেনি। সব সময় অ্যাভারেজ দল নিয়ে খেলেছি। আমাদের দলে এবার দেশি, বিদেশি মিলিয়ে দারুণ কিছু খেলোয়াড় ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো বিভাগই একসঙ্গে ক্লিক করেনি। ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয়নি, বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয়নি। এই কারণেই আমরা রেজাল্ট পাইনি। ’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।