ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের শিশুরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ৬, ২০১৯
বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের শিশুরা পথশিশুদের দল। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজিত স্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ দল। সিক্স-এ সাইড এই টুর্নামেন্টে রোববার (০৫ মে) চার ম্যাচের দুটিতে জিতে সেরা চার নিশ্চিত করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়া এই বিশ্বকাপ দল। 

লন্ডনে এদিন ইংল্যান্ড ও তানজানিয়ার কাছে হারে বাংলাদেশ। তবে উত্তর ভারত ও নেপালের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।

সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গে আরও আছে দক্ষিণ ভারত, তানজানিয়া ও ইংল্যান্ড। আগামী মঙ্গলবার লর্ডসে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক কংগ্রেস ও আর্ট ফেস্টিভ্যালে অংশ নেবে। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিশেষ আমন্ত্রণে তারা যোগ দেবে হাউজ অফ কমন্সের বিশেষ ডিনারে। এছাড়া সংসদ সদস্যদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও অংশ নেবে।

প্রতিটি দলে ৪ জন মেয়ে ও ৪ জন করে ছেলে রাখা হয়েছে। বাংলাদেশ দলে আছে সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।