ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে সাকিবকে নিয়ে শঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
ফাইনালে সাকিবকে নিয়ে শঙ্কা পিঠের সাইড স্ট্রেন ইনজুরিতে অলরাউন্ডার সাকিব আল হাসান

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় পিঠের সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় সূত্রে জানা যায়, সাকিবের ইনজুরি গুরুতর নয়। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার (১৭ মে) ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে সাকিব পুরোপুরি ফিট হবেন কিনা তা নিশ্চিত ভাবে জানা যায় নি।

দলের ম্যানেজার মিনজাজুল আবেদীন নান্নু ও ফিজিও জানান, সাকিব পুরোপুরি ফিট আছেন। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

কাল সকালে জানা যাবে সাকিবের ইনজুরির সর্বশেষ আপডেট।

বৃহস্পতিবার (১৬ মে) টিম মিটিংয়ে পর অধিনায়ক মাশরাফি বলেন, ‘সাকিবকে নিয়ে পরিস্থিতি একটু জটিল। তিনি ফাইনালে খেলবে কী না সেটি এখনই বলা যাচ্ছে না। সব কিছু তার ওপরই নির্ভর করছে। ২৪ ঘণ্টার মধ্যে সাইড স্ট্রেনের ব্যথা নামিয়ে ফেলা সম্ভব না। যার চোট সে কেমন অনুভব করছে, সেটির ওপরই নির্ভর করছে সব কিছু। ফাইনালের আগ মুহূর্তে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে। ’

ম্যাচের আগের দিন অনুশীলন করেন নি সাকিব। টিম হোটেলে বিশ্রাম নিয়েছেন তিনি। তবে ফাইনালে সাকিব খেলবেন কিনা তা নির্ভল করছে সকিবের ওপরই। বিশ্বকাপের কথা চিন্তা করে হয়তো সাকিবের না খেলার সম্ভবনা বেশি। শুক্রবার ম্যাচ শুরুর আগেই বোঝা যাবে সব কিছু।

বাংলাদেশ সময়: ১০২২ ঘন্টা, মে ১৬, ২০১৯
আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।