ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনের ঘাম ঝরাচ্ছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
অনুশীলনের ঘাম ঝরাচ্ছে টাইগাররা অনুশীলনের ঘাম ঝড়াচ্ছে টাইগাররা। ছবি: শোয়েব মিথুন

আগফানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন। পুরো কোচিং স্টাফসহ সবাই ব্যস্ত সময় পার করছেন। রোববার (২৫ আগস্ট) মিরপুরে দ্বিতীয় দিনের মতো টাইগারদের প্রাথমিক দল অনুশীলন করে।

অনুশীলনের ঘাম ঝড়াচ্ছে টাইগাররা।  ছবি: শোয়েব মিথুন

অনুশীলনের প্রথম দিনে ফিল্ডিং কোচ জানান, ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে নতুন করে কাজ করছেন তিনি।

জীম সেশন শেষেই ক্রিকেটাররা নেমে পড়েন ফিল্ডিং অনুশীলনে। মিরপুরের হোম অব ক্রিকেটে চলে দীর্ঘ অনুশীলন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো  ব্যাট হাতে নেমে পড়েন  শিষ্যদের স্লিপ ক্যাচিং অনুশীলনে। ফিল্ডিং কোচ রায়ান কুকও বিশেষ নজর রাখেন। ক্রিকেটারদের ভুল গুলো ধরিয়ে দিতে।

অনুশীলনের ঘাম ঝড়াচ্ছে টাইগাররা।  ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ দলের অনুশীলনে সচরাচর ফিল্ডিং নিয়ে এতোটা গুরুত্ব দেয় না। তবে এবার উঠে পড়েই লেগেছে পুরো কোচিং স্টাফ। শুধু স্লিপ ক্যাচিংয়ে সীমাবদ্ধ ছিলেন না তারা। শর্ট ক্যাচিংও অনুশীলন করেন ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেটে স্পিন আক্রমনের সময় যেটা বেশি গুরুত্বপূর্ণ।  

এরপর লং ক্যাচিংয়ের অনুশীলন করেন ক্রিকেটাররা। বিশ্বকাপে ক্যাচ মিসের বড় মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। এ কারণেই বাংলাদেশ দলের অনুশীলনের এবার ফিল্ডিংয়ের গুরুত্বটা এতো বেশি।

অনুশীলনের ঘাম ঝড়াচ্ছে টাইগাররা।  ছবি: শোয়েব মিথুন

দীর্ঘ এই অনুশীলনের শেষভাগে এসে ব্যাটিং অনুশীলন করেন ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদ, লিটস দাস, সাদমান ইসলাম সহ বেশ কিছু ক্রিকেটার সেন্টার উইকেটের নেটে ব্যাটিং অনুশীলন করেন।  সাকিব আল হাসানও আলাদা ভাবে ব্যাটিং অনুশীলন করেন।

অনুশীলনের ঘাম ঝড়াচ্ছে টাইগাররা।  ছবি: শোয়েব মিথুন

এসময় পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টও তার শিষ্যদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পুরো অনুশীলন জুড়েই ক্রিকেটাররা মিরপুরে ব্যস্ত সময় পার করেন।

বাংলাদেশ সময়: ১৮২৭  ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
আরএআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।