তার মধ্যে আছেন স্বাগতিকদের প্রথম তিন ব্যাটসম্যান ডিন এলগার (৩৫), পিটার মালান (১৮) ও জুবাইর হামজা (১০)। অধিনায়ক ফাফ ডু প্লেসিস (৮) ও রসি ফন ডার ডাসেন (২৪)।
পাঁচ উইকেট শিকারে কয়েকটি রেকর্ডও করেছেন বেজ। ইংলিশ স্পিনাদের মধ্যে পোর্ট এলিজাবেথে প্রথম এই কীর্তি গড়েছেন তিনি। এই মাঠে শেষবার পাঁচ উইকেট পেয়েছিলেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ান স্পিনারের পর এই প্রথম পাঁচ উইকেট পেলেন বেজ।
শেষ পযর্ন্ত ডম বেজের ঘূর্ণিতে নাকাল প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৬ উইকেটে ২০৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে। কুইন্টন ডি কক ও ভারনন ফিল্যান্ডার না দাঁড়ালে বিপদটা আরও বাড়তে পারতো তাদের। দিনের শেষদিকে বেজ-স্টোকসকে সামাল দিয়ে ফিফটি তুলে নিয়েছেন ডি কক। ৬৩ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক। আগামীকাল ফিল্যান্ডারকে (২৭) নিয়ে চতুর্থদিন শুরু করবেন তিনি। দিন শেষ করার আগে দুজনে মিলে গড়েছেন ৫৪ রানের জুটি।
প্রোটিয়ারা ইংলিশদের চেয়ে এখনও পর্যন্ত পিছিয়ে আছে ২৯১ রানে। এর আগে বেন স্টোকস ও ওলি পোপের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৯৯ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।
শনিবার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার হয়ে দিন শুরু করেছিলেন এলগার (৩২) ও নর্তজে (০)। ২ উইকেটে স্কোরবোর্ডে ৬০ রান যোগ করে দ্বিতীয় দিন শেষ করেছিল স্বাগতিকরা।
চার টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় আছে দু’দল।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ইউবি