সাকিব আল হাসানের টেস্টের প্রতি আগ্রহ নেই, তিনি টেস্ট খেলতে চান না। এক বিসিবি কর্তার এমন মন্তব্যকে ‘ভুল ব্যাখ্যা’ জানিয়েছেন সাকিব নিজেই।
মূলত শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলে সেই সময় ভারতের অনুষ্ঠিত আইপিএল খেলার অনুমতি চেয়েছিলেন সাকিব। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই আবেদন মঞ্জুরও করেছিল। তবে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমে বলেছিলেন সাকিব টেস্ট খেলতে চায় না।
শনিবার অনলাইনের এক লাইভ শো’তে সাকিব বলেন, ‘আসছে টেস্টে আমার না খেলা নিয়ে প্রচুর কথা হচ্ছে। যারা বলছে, আমি আর টেস্ট খেলবো না বা আমি টেস্ট খেলতে চাই না, তারা আমার পাঠানো চিঠিটা ঠিকমতো পড়েনি। ’
তিনি আরও বলেন, ‘আমি চিঠির এমন কোনো জায়গায় লিখিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি সেখানে উল্লেখ করেছি, ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতির লক্ষ্যে আমি আইপিএল খেলতে চাই। তবে আকরাম ভাই (বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান) বলেছেন, আমি টেস্ট খেলতে চাই না। ’
এদিকে সাকিবের এমন বোমা ফাটানোর পর বোর্ডে তোলপাড় চলছে। এ ব্যাপারে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন দেশের সাবেক অধিনায়ক তথা বোর্ড কর্মকর্তা আকরাম খানের কাছে।
সাকিবের এমন অভিযোগের ব্যাপারে রোববার (২১ মার্চ) আকরাম খান বলেন, 'আজ আমরা এ ব্যাপারে কথা বলব না। বোর্ড সভাপতির সঙ্গে আগে কথা বলব। মিটিং করব আমরা। মিটিংয়ের পর এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কথা বলব। তখন আপনাদেরকে প্রতিক্রিয়া জানাব। '
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমএমএস