নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে সর্বশেষ খেলেছিলেন ওয়ানডে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলছেন চার ম্যাচ।
এবার পেসার শহিদুল ইসলামের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হচ্ছেন তিনি। ঢাকা টেস্ট চলাকালীন সাইড স্ট্রেইনে চোট পান শহিদুল। চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম লাগবে তার। ক্যারিবীয়ানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের দলে ছিলেন তিনি।
সোমবার হাসান মাহমুদকে দলে নেওয়ার খবরটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেছেন, ‘ শহিদুল চোট পেয়েছে এটা সত্যিই। হাসান মাহমুদ যেহেতু দলের সঙ্গেই আছে, ওকেই নেওয়ার সম্ভাবনা বেশি। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। তবে ওরই যোগ হওয়ার সম্ভাবনা বেশি। ’
এখন অবধি জাতীয় দলের হয়ে একটিই টি-টোয়েন্টি খেলেছেন হাসান মাহমুদ, কোনো উইকেট পাননি। ৩ ওয়ানডের ক্যারিয়ারে নিয়েছেন ৫ উইকেট।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
এমএইচবি/এআর