ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৬ জুন (বৃহস্পতিবার)। অথচ ২৪ ঘণ্টা আগেও নিশ্চয়তা মেলেনি বাংলাদেশের দর্শকদের সিরিজটি দেখার।
বুধবার মিরপুরে সাংবাদিকদের মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘খেলা শুরুর আগ পর্যন্ত যে আশা থাকে সেই আশায় আমরা সবাই বুক বেঁধে আছি। এটা তো প্রথমেই বলেছি যে ক্রিকেট বোর্ডের আসলে আনুষ্ঠানিকভাবে করার কিছু থাকে না। ’
‘অ্যাওয়ে সিরিজ যেহেতু; দুই পক্ষের সমঝোতা হতে হয়। আমরা এখনও আশায় আছি যে, শেষ মুহূর্তে যদি হয়ে যায়। শেষ মুহূর্তে হলেও কিন্তু টিভিতে আসতে সময় লাগে না। অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। ’
কিন্তু শেষ মুহূর্তে সম্প্রচার করলেও টিভিগুলোর অনেক দিক দেখতে হয়। এর মধ্যে বিজ্ঞাপন একটি। টিটু অবশ্য মনে করেন, বাংলাদেশের জনগণের বিপুল আগ্রহের কারণে স্পন্সরের অভাব হবে না।
তিনি বলেছেন, ‘টিভি চ্যানেল পরিচালনা করেন, যারা আছেন সেখানে তারা বলতে পারবেন ভালো, এটা তো আমি আসলে বলতে পারবো না। আমি যতটুকু জানি যে বাংলাদেশের জনগণ যেভাবে খেলা দেখতে আগ্রহী এটার জন্য তাদের স্পন্সর পেতে খুব বেশি কঠিন হবে না। ওইরকম যদি কিছু হয় তাহলে তারা হোমওয়ার্ক নিশ্চয় করে রেখেছে, যে শেষ মুহূর্তে হলে তারা করতে পারবে। ’
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমএইচবি/এমএইচএম