ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন শরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ২৫, ২০২২
বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন শরিফুল

আগের দিনটা দারুণ কাটিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। দ্বিতীয় দিনের শুরুটাও তারা করেছিলেন সেভাবে।

তবে শেষ অবধি বাংলাদেশকে খানিকটা স্বস্তি এনে দিয়েছেন পেসার শরিফুল ইসলাম।  

সেন্ট লুসিয়া টেস্টে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ৩০ ও জন ক্যাম্পবেল অপরাজিত ছিলেন ৩২ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৩৪ রানে।

দ্বিতীয় দিনে ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে এসে সাফল্য পায় টাইগাররা। শরিফুলের বাড়তি বাউন্সে করা শর্ট পিচ বল পুল করতে গিয়ে গতির কাছে হার মানেন ক্যাম্পবেল। ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহানের হাতে।  

৭৯ বলে ৪৫ রান করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট ৪৬ ও রেমন রিফার অপরাজিত আছেন।

বাংলাদেশ সময় : ২১১৭, জুন ২৫,২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।