চট্টগ্রাম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ডে প্রতিবন্ধীসহ ৫০০ হতদরিদ্র ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ করেন দিদারুল আলম এমপি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা দুলাল দে’র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, সীতাকুণ্ড উপজেলা স্কাউটসের সভাপতি ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, কাউন্সিলর দিদারুল আলম এ্যাপলো, প্রকৌশলী গোলাম মোস্তফা, থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, মো. জসিম উদ্দিন, মো. শহীদুল ইসলাম, পৌরসদর ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য নিতাই দে রিপন, বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. নুরনবী, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এমআর/পিডি/টিসি