ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফাইনাল ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে সতর্ক পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ফাইনাল ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে  সতর্ক পুলিশ

চট্টগ্রাম: কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) রাত নয়টার দিকে হট ফেভারিট আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। বিশ্বকাপের সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে বন্দরনগরী চট্টগ্রামেও।

এজন্য ফাইনাল ম্যাচটিকে সামনে রেখে অকাঙ্খিত যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে চট্টগ্রাম জেলায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্যার জেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন।

 

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) পংকজ দত্ত বাংলানিউজকে বলেন, খেলাকে কেন্দ্র করে বিশেষ কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। সিএমপির প্রত্যেক থানা থেকেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।