ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের  ছবি প্রতীকী

চট্টগ্রাম: বাঁশখালীতে পুকুরে ডুবে আসাব উদ্দিন (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।  

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে বাঁশখালীর শিলকূপ ইউনিয়নের মনকিরচর এলাকার তালিমুল কোরআন মাদ্রাসার পুকুরে ডুবে মারা যায় আসাব।

মৃত আসাব উদ্দিন ওই উপজেলার সরল ইউনিয়নের ডেবাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করি।

পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, শিশুটি ভাত খাওয়ার প্লেট ধুতে পুকুরে গিয়েছিল। হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়ে আর কূলে উঠতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা,  ডিসেম্বর ১৮, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।