চট্টগ্রাম: বঙ্গবন্ধুর স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, ধারাবাহিক টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব সারা বিশ্বে সমাদৃত। রাউজানের আদ্যাপীঠের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
শ্রীশ্রী অন্নদা ঠাকুরের ১৩২তম আর্বিভাব তিথি উদযাপন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এসব কথা বলেন।
সম্প্রতি তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি কাম ট্রাস্টি দিলীপ কুমার মুজমদার। স্বাগত বক্তব্য দেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি শ্যামল কুমার পালিত।
প্রধান আলোচক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, মাননীয় সংসদ সদস্যরা যদি এবিএম ফজলে করিম চৌধুরীর মতো স্ব-স্ব এলাকায় দায়িত্বশীল ভূমিকা নিয়ে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেন, তাহলে আমরা নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হতে পারতাম।
২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী ইশতেহারে ঘোষিত সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন ইত্যাদি বাস্তবায়নে এবিএম ফজলে করিম চৌধুরীর সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই।
অতিথির ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী অজয় ভাই, প্রবর্তক সংঘ পরিচালনা পরিষদের সভাপতি ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, তাপস ঘোষ প্রমুখ।
অতিথিরা দুর্জয় কৃষ্ণ দাশ মজুমদার স্মৃতি স্মরণে ৫০ লাখ টাকা ব্যয়ে ভোগ ঘর ও অতিথিশালার নির্মাণকাজের উদ্বোধন করেন। আলোচনা সভার আগে বিশ্ব শান্তি কামনায় সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের পরিচালনায় গীতাযজ্ঞ এবং সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতীয় অতিথি শিল্পী সত্যজিৎ দাশ একক সংগীত পরিবেশন করেন। এ সময় রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ রাউজান পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট দীলিপ চৌধুরী, সুমন দে, বরুণ মজুমদার, কাঞ্চন তালুকদার, ম্যালকম চক্রবর্তী, বিশ্বজিত চৌধুরী, অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস এবং উৎসব উদযাপন কমিটির সভাপতি অনিল বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন দুপুর ও রাতে ভক্তদের অন্ন প্রসাদ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এআর/পিডি/টিসি