চট্টগ্রাম: হাজারো ফুটবলপ্রেমীর উল্লাসে কাঁপল জামালখান। নারীসহ নানা বয়সী মানুষ খেলা শুরুর কয়েক ঘণ্টা আগেই সড়কে বসে পড়েন।
রোববার (১৮ ডিসেম্বর) রাতের চিত্র এটি। দর্শকের চাপে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বড় স্ক্রিনের উদ্যোক্তা ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বাংলানিউজকে বলেন, বিশ্বকাপের ফাইনাল সবাই মিলে উৎসবমুখর পরিবেশে উপভোগের জন্যই এ আয়োজন। আমরা পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছি। শান্তিপূর্ণ পরিবেশে সবাই খেলা উপভোগ করছেন।
খেলা দেখতে আসা গৃহিণী নাসরিন সুলতানা বাংলানিউজকে বলেন, বড় পর্দায় ফাইনাল দেখতে এসেছি। এখানে স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো আনন্দ হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এআর/পিডি/টিসি