চট্টগ্রাম: জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এ মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
জানা গেছে, মেলায় সরকারের ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামের যে সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে এবং আনলাইন প্লাটফর্মের মাধ্যমে নাগরিক সেবা দিয়ে থাকে তাদেরকে নিয়ে এই মেলার আয়োজন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশের। এজন্য সরকারের সকল দফতরকে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
বিই/টিসি