চট্টগ্রাম: আনোয়ারার রাঙ্গাদিয়ায় বিসিআইসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ব সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) ১৮১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কর্মচারীরা।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে অস্থায়ী শ্রমিক শাহ জালাল বলেন, ডিএপিএফসিএল-এ জনবল সংকটের কারণে শূন্য পদের বিপরীতে ২০০৬ সালে অস্থায়ী শ্রমিক হিসেবে আমরা নিয়োগ পেয়েছিলাম। দৈনিক পারিশ্রমিক ভিত্তিক নিয়োগ পাওয়া বর্তমানে কর্মচারির সংখ্যা ১৮১ জন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিভিন্ন সময় চাকরি স্থায়ী করার আশ্বাস দেওয়া হলেও আমাদের স্থায়ী করা হয়নি। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২৩ জুন ডিএপি ফার্টিলাইজার কোম্পানির ১১৭তম সভায় আমাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে সিদ্ধান্ত হয়। তাছাড়া কারখানায় ব্যবহৃত সালফিউরিক এসিড পরিবহনের জন্য স্থায়ী কোনও ড্রাইভার না থাকায় দৈনিক ভিত্তিক ড্রাইভার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে এসব পরিবহন করা হচ্ছে। যদি কোনও দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে? তাই কাজে নিয়োজিত অভিজ্ঞ ড্রাইভারসহ সকল দৈনিক ভিত্তিক শ্রমিকদের শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে শাহ জালাল বলেন, ১১৭তম বোর্ড সভার সিদ্ধান্তের পরও বিভিন্ন সময় লোকবল নিয়োগ করা হলেও আমরা অস্থায়ী নিয়োগপ্রাপ্তদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। গত ৭ আগষ্ট ডিএপিএফসিএল-এ ৯৪টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে অস্থায়ীদের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। অভিযোগ আছে, এসব পদে নিয়োগ দিতে বিপুল অংকের অর্থ লেনদেন হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. শাহজালাল চৌধুরী, মো. আরিফ হোসেন, মো. জানে আলম, মো. ইলিয়াস, আরিফ জামিল, টিপু বড়ুয়া, মাঈন উদ্দিন, যদু রাম, রুবেল ও ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এমআর/টিসি