ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা সংসদ এ্যাথলেটিক্স দলের জার্সি উম্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
মুক্তিযোদ্ধা সংসদ এ্যাথলেটিক্স দলের জার্সি উম্মোচন

চট্টগ্রাম: জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ্যাথলেটিক্স লীগে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দলের জার্সি উম্মোচন করা হয়েছে।  

সোমবার  (১৯ ডিসেম্বর) বিকেলে সিজেকেএস সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উম্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. মসিউর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি  মো. সরওয়ার আলম চৌধুরী মনি,  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের অ্যাথলেটিক্স দলের সমন্বয়কারী ও সাবেক জাতীয় এ্যাথলেট সোহেল সরওয়ার, ক্রিকেট দলের কোচ মোহাম্মদ মমিন খন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।