চট্টগ্রাম: বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও চোরাচালানসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারী বৃদ্ধি করতে হবে। মিয়ানমারের কোনো নাগরিক বা রোহিঙ্গাও যাতে নতুন করে এদেশে অনুপ্রবেশ বা পালিয়ে যেতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, শব্দ দুষণ রোধে গাড়ির হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে। যে সকল দোকানে হাইড্রোলিক হর্ণ বিক্রি করে প্রয়োজনে সেখানেও অভিযান পরিচালনা করা হবে। এছাড়া মহাসড়ক, মহানগর ও পৌর এলাকায় ব্যাটারীচালিত অবৈধ থ্রি-হুইলার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভাগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আনোয়ার পাশা, কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় পরিচালক নবাব ইসলাম হাবিব, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বান্দরবান ইয়াছমিন পারভীন তিবরীজি, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহীন ইমরান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, ফেনী জেলা আবু সেলিম মাহমুদ-উল হাসান, কুমিল্লা জেলা প্রশাসক মো. শামীম আলম, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটওয়ারী, বিআরটিএ’র পরিচালক মো. শফিকুজ্জামান ভূঁইয়া, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন, বিসিক’র আঞ্চলিক পরিচালক মো. মোতাহার হোসেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনিসুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, মহানগরীর অতিরিক্ত পিপি এডভোকেট স্বরূপ পাল, চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মো. খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. রেজাউল করিম, বিডা’র সদস্য সাংবাদিক রনজিত কুমার শীল প্রমূখ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
পিডি/টিসি