চট্টগ্রাম: বিশ্বায়নের এই যুগে শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ব নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সাংস্কৃতিক বুদ্ধিমত্তা।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল দশটায় ইডিইউর খুলশী ক্যাম্পাসে এ অনুষ্ঠান শুরু হয়। বিকেলে ঐতিহ্যবাহী নাচ-গানসহ হরেক রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করে শিক্ষার্থীরা।
সকাল থেকেই ক্যাম্পাস প্রাঙ্গন রঙিন হয়ে ওঠে শিক্ষার্থীদের রাজকীয় সাজে। মিশরীয় ফেরাউনের পাশেই যেন হেঁটে যাচ্ছেন ভারতের শাহজাহান-মুমতাজ কিংবা অ্যালেক্সান্দার দ্য গ্রেটের সামনেই দাঁড়িয়ে সম্রাট অশোক। এমন ঐতিহাসিক এক মেট্রোপলিটন হয়ে উঠেছিলা ইডিইউ ক্যাম্পাস।
শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গির প্রসার ও আন্তঃব্যক্তিক দক্ষতাকে আরো উন্নত করার লক্ষ্যে এবারের মেরাকির আয়োজন করেছে অ্যাক্সেস অ্যাকাডেমি।
‘মেরাকি’ শব্দটি গ্রিক, যার অর্থ ভালোবেসে কাজ করা। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়ানো এবং এসব কাজের প্রতি তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা এর অন্যতম লক্ষ্য।
‘কিংডম রিভিজিটেড’ থিম নিয়ে সাজানো হয়েছে অ্যাক্সেস অ্যাকাডেমির এবারের কোর্সওয়ার্ক মেরাকি-১২। এই কোর্সওয়ার্কে অংশ নিতে শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে যে ২৩ রাজ্যের প্রতিনিধিত্ব করছে সেগুলো হলো- সম্রাট গাওজু, কনস্ট্যান্টাইন দ্য গ্রেট, রাজা বিজয়ালয় চোল, ফেরাউন দ্বিতীয় আমেনহোটেপ, সম্রাট আকবর, সম্রাট উ হান, ফেরাউন থুতমোস, রাজা দ্বিতীয় ফ্রেডরিক, সম্রাট বাবর, রানী এলিজাবেথ, তুতেনখামেন, তৃতীয় আমেনহোটেপ, সম্রাট আওরঙ্গজেব, আলেকজান্ডার দ্য গ্রেট, রানী ক্লিওপেট্রা, সম্রাট হং উ, সাইরাস দ্য গ্রেট, সম্রাট শাহজাহান, সুলতান প্রথম সুলেমান, রানী দ্বিতীয় এলিজাবেথ, সম্রাট শাহজাহান, রানী ভিক্টোরিয়া এবং সম্রাট অশোক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, প্রতিটি শিক্ষার্থীই পৃথক ও বৈচিত্র্যময়। ফলে, শিক্ষার্থীদের ব্যক্তিক উন্নতি ও মেধা যাচাইয়ে প্রচলিত পরীক্ষা ব্যবস্থা সবসময় কার্যকর নয়। এক্ষেত্রে অ্যাক্সেস অ্যাকাডেমির মেরাকি ও অন্যান্য কোর্সওয়ার্কগুলো একটি মানদণ্ড স্থাপন করেছে। শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ করার প্রবণতা, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি তাদের শিক্ষা ও সাংস্কৃতিক তারতম্য এবং ঘাটতিগুলো কাটিয়ে তুলতে কাজ করছে অ্যাক্সেস অ্যাকাডেমি।
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়াসহ স্কুলসমূহের ডিন, ফ্যাকাল্টি মেম্বার, অ্যাক্সেস অ্যাকাডেমির ইনস্ট্রাকটর ও কর্মকর্তাবৃন্দ।
মোট চারটি ক্যাটাগরিতে বেস্ট কিংডম রিপ্রেজেন্টেশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে সম্রাট শাহজাহান, বেস্ট কস্টিউমে রাণী ক্লিওপেট্রা, বেস্ট প্রেজেন্টেশনে সম্রাট গাওজু, এবং বেস্ট পারফর্মেন্স ক্যাটাগরিতে বিজয়ী ফারাও দ্বিতীয় আমেনহোটেপ।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
পিডি/টিসি