ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় গানে মাতাবে আর্টসেল ও শিরোনামহীন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
আনোয়ারায় গানে মাতাবে আর্টসেল ও শিরোনামহীন 

চট্টগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের প্রদান করা হবে সংবর্ধনা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে।

কনসার্টে গাইবেন দেশের বিখ্যাত ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন সানিয়া সুলতানা লিজা, পাওয়ার ভয়েস চ্যাম্পিয়ন সজল, এভোয়েডরাফা, আর্টসেল ও শিরোনামহীন ব্যান্ডের সংগীতশিল্পীরা।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জুবায়ের আহমেদ বাংলানিউজকে বলেন, বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। কনসার্টটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও আনোয়ারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।