চট্টগ্রাম: সাতকানিয়ার নলুয়ায় প্রতিপক্ষের হামলার আহত হয়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. মহিউদ্দিন। এ ঘটনার মোরশেদ ও রিয়াজ নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় মহিউদ্দিন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং হাত ও পা ভেঙে দেওয়া হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নজির মাঝির দোকান থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মহিউদ্দিনের ছোট ভাই আজিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সন্ত্রাসীরা আমার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। গত ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে হত্যাসহ বিভিন্ন হুমকি দেওয়া হয়েছিল।
সাতকানিয়া থানার (ওসি) তারেক মো. আবদুল হান্নান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এমআই/পিডি/টিসি