ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ফটিকছড়িতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবকের মৃত্যু

চট্টগ্রাম: ফটিকছড়িতে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ পারভেজ (২৭) নামে তরুণ নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী গর্জন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হোসাইন বাংলানিউজকে বলেন, সকালে সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এতে ঘটনাস্থলেই যাত্রী পারভেজ নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এমআর/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।