ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আগুনে পুড়লো ৩ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
বাঁশখালীতে আগুনে পুড়লো ৩ দোকান ছবি প্রতীকী

চট্টগ্রাম: বাঁশখালীর চাম্বল বাজারে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে চাম্বল বাজারের দক্ষিণ গ্রীণ হায়দার মার্কেটের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বশর বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।