চট্টগ্রাম: লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়ার আধুনগরে আইয়ুব এন্টারপ্রাইজ মুড়ির মিলের ম্যানেজার সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা ও রিদায় ফুড প্রোডাক্টের ম্যানেজার নুরুর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া মুড়ির মিল পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় দুইটি প্রতিষ্ঠান থেকে এ জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
বিই/পিডি/টিসি