চট্টগ্রাম: অধ্যাপক মোহাম্মদ খালেদ একাধারে জনপ্রতিনিধি, নন্দিত রাজনীতিবিদ, বরেণ্য সাংবাদিক, বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতাসহ বহুমাত্রিক গুণের অধিকারী। তিনি নীতি নৈতিকতা সম্পন্ন মুক্তচিন্তার আলোকিত কৃতি পুরুষ।
মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত ১৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাইফুন নাহার খুশির সঞ্চালনায় নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী সভায় প্রধান অতিথি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান আলোচক ছিলেন।
আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি আবদুল মালেক খান, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি মো. কামাল উদ্দিন, নগর সভাপতি রাজীব চন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্য নবী হোসেন সালাউদ্দিন, সোহেল ইকবাল, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না, ইমরান হোসেন মুন্না, মো. আবদুর রহিম, এসএম রাফি, কোহিনূর আকতার, শাহরিয়ার মুনতাসীর মাহী, সেলিম উদ্দিন, প্রদীপ দাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এআর/পিডি/টিসি