ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্ত মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
শীতার্ত মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান শীতার্তদের হাতে কম্বল তুলে দেন হেলাল আকবর চৌধুরী বাবর

চট্টগ্রাম: নগরের এনায়েত বাজার এলাকায় শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।  

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে ওয়ার্ড যুবলীগ নেতা তোহিদুল ইসলাম মিথুনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

 

এসময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য, মানব সেবায় মহান রবের সন্তুষ্টি নিহিত। যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে।

 শীতে গরম কাপড়ের অভাবে মানুষ কষ্ট পায়। জাগ্রত মমত্ববোধ, মানবতার তাগিদে আমাদের উচিত তাঁদের পাশে দাঁড়ানো।

এতে আরও উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশীষ চক্রবর্তী, গোপাল ঘোষ, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোরশেদুল আলম, মো. দেলোয়ার,  কামরুল হাসান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মো. আমিরুল ইসলাম আলভী,  ছাত্রনেতা শুভ দত্ত, মোঃরুবেল, অন্তর হোড়, ইসমাইল সাকিব, টিপু দে, জাহিদ হাসান সাইমুন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল, ইয়াছির আরফাত রিকু,হোসাইন চৌধুরী, গোবিন্দ দত্ত, জাহেদ অভি  আব্বাস উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।