চট্টগ্রাম: নগরের এনায়েত বাজার এলাকায় শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকালে ওয়ার্ড যুবলীগ নেতা তোহিদুল ইসলাম মিথুনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
এসময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য, মানব সেবায় মহান রবের সন্তুষ্টি নিহিত। যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে।
এতে আরও উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশীষ চক্রবর্তী, গোপাল ঘোষ, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোরশেদুল আলম, মো. দেলোয়ার, কামরুল হাসান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মো. আমিরুল ইসলাম আলভী, ছাত্রনেতা শুভ দত্ত, মোঃরুবেল, অন্তর হোড়, ইসমাইল সাকিব, টিপু দে, জাহিদ হাসান সাইমুন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল, ইয়াছির আরফাত রিকু,হোসাইন চৌধুরী, গোবিন্দ দত্ত, জাহেদ অভি আব্বাস উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
পিডি/টিসি